২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | বিকাল ৪:৫৮
মুন্সিগঞ্জের বালিগাওয়ে সরকারি জমি দখল করে ফ্যাক্টরী নির্মানের প্রস্তুতি
খবরটি শেয়ার করুন:

শিহাব অাহমেদ: মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা’র বালিগাও ইউনিয়নের পেছনের নিজস্ব ৩শতাংশ জমি কিনে ফের একই স্থানের সরকারি খাস অারও ১৭ শতাংশ জমি বালু দিয়ে এক সপ্তাহের মাথায় ভরাট করে সীমানাপ্রাচীর দিয়ে দখলে নিয়েছেন স্থানীয় প্রভাবশালী দুই ব্যাক্তি।

ঐ দুই ব্যাক্তি হচ্ছেন বালিগাও ইউনিয়নের ইমানুদ্দিন বেপারি’র ছেলে নজু বেপারী (৪৫) এবং অাড়িয়ল ইউনিয়নের বসুল্লা গ্রামের অারশেদ অালী দেওয়ান এর ছেলে অাজিজুল (৩৫)

ভূমি অাইন না মেনে সরকারি খাস জমি পুরোপুরি নিজেদের দখলে নেয়ার পর সেই জমি অন্য একজন ব্যাক্তির কাছে ভাড়া ও দিয়েছেন এই দুই প্রভাবশালী ব্যাক্তি। এখন সেখানে চলছে ফ্যাক্টরী নির্মানের প্রস্তুতি। ইতোমধ্যে সেখানে তারা বিদ্যুৎ সরবরাহেরও ব্যাবস্থা নিয়েছেন।

গত বুধবার বিকেলে সরেজমিনে ঐ স্থানে গিয়ে দেখা যায় এডব চিত্র। ইউনিয়নের ঠিক পেছনে বালু দিয়ে ভরাট করা মোট ২০ শতাংশ জমি সীমানাপ্রাচীর দিয়ে দখলে নিয়েছেন তারা।

সরকারি জমি ব্যাক্তিদখল হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিগাও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওয়াহিদ হাওলাদার জানান, মোট ২০শতাংশ জমি’র মধ্যে মাত্র ৩শতাংশ জমি ইউনিয়ন পরিষদের নিজস্ব মালিকানাধীন ছিলো। অার শুধুমাত্র ৩শতাংশ জমিই তাদের কাছে সরকারি নিয়ম মেনে বিক্রি করা হয়েছে। বাকি ১৭শতাংশ খাস জায়গা তারা জোর করে দখলে নিয়েছে।

তাদের বিরুদ্ধে অাইনী পদক্ষেপ নেয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে ওয়াহিদ হাওলাদার বলেন-বিষয়টি অামি স্থানীয় প্রশাসন কে অবহিত করেছি। তারা এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিবে বলে অাশ্বাস দিয়েছে।