মুন্সিগঞ্জ, ১৪ মার্চ, ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার বাঘিয়া বাজার থেকে প্রায় ৯ লাখ টাকার অবৈধ আতশবাজিসহ ব্যবসায়ী আলমগীর হোসেন (৪৫) কে আটক করেছে র্যাব-১০।
গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার যশলং ইউনিয়নের বাঘিয়া বাজার এলাকায় অভিযান চালালে ৫৩ হাজার ২৮৯ পিস আতশবাজিসহ তাকে আটক করা হয়।
ওই ব্যবসায়ী খেলাধুলা স্টোর নামের দোকানের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ বোমা, আতশবাজীসহ বিভিন্ন বিস্ফোরক দ্রব্যের ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে জানিয়েছে র্যাব। আটক ব্যবসায়ী আলমগীর হোসেন উপজেলার রায়হাল এলাকার আ. আজিজ মৃধার পুত্র।
র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এম.জে. সোহেল এসব তথ্য নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে টংগিবাড়ী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের শেষে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।