২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ২:১৭
মুন্সিগঞ্জে বজ্রপাতে প্রাণ গেছে জেলের
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৪ মার্চ, ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে নাহিদ (২৩) নামে এক জেলের প্রাণ গেছে। এসময় তার সাথে থাকা দুই ভাই আহত হয়েছেন।

রোববার সকাল ৯ টায় জানাজা শেষে নাহিদকে দাফন করা হয়। এর আগে শনিবার দিনগত রাত আনুমানিক দেড়টার দিকে কালীপুরা গ্রাম সংলগ্ন মেঘনা নদীর শাখা নদীতে বজ্রপাতে নিহত হয় সে।

আহতরা হলেন, দুদু মিয়া (৪০) ও দাদন মিয়া (৪৫)। এরা তিনজন গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বড় কালীপুরা গ্রামের আহসান উল্লার ছেলে বলে জানা গেছে।

স্থানীয় ও নিহত স্বজনদের সূত্রে জানা যায়, গেল শনিবার দিবাগত রাত একটার দিকে নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে যায় নাহিদ, দুদ মিয়া ও দাদন মিয়া। ওই রাত দুইটার দিকে বৃষ্টিপাত শুরু হয়। এসময় নদী থেকে বাড়ি ফেরার পথে নৌকায় বজ্রপাতে মারা যায় নাহিদ। আহত হয় সাথে থাকা দুই সহোদর দুদ মিয়া ও দাদন।

এ বিষয়ে গজারিয়া থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা বিষয়টি সম্পর্কে জানেননা বলে জানিয়েছেন।

error: দুঃখিত!