মুন্সিগঞ্জ, ১২ মে ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা তীরে ভেসে এসেছে বিপন্ন প্রজাতির ডলফিনের (শুশুক) মরদেহ।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার গাঁওদিয়া গ্রামের পদ্মা নদী তীরে প্রায় ৪ ফুট লম্বা প্রানীটি দেখতে পায় স্থানীয়রা। মৃত প্রানীটির মুখে মাছ ধরার জাল পেঁচানো ছিলো বলে প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান।
স্থানীয় কাজী বাবুল জানান, দুপুরে নদীতে গোসল করতে গিয়ে মৃত ডলফিনটি দেখতে পাই। পরে খবরটি ছড়িয়ে পড়লে উৎসুক মানুষের ভিড় জমে যায়।
তার ধারণা, রাতে জেলেরা নদীতে জাল ফেলে মাছ ধরে। মাছ ধরার জালে আটকে ডলফিনটি মারা গেছে অথবা জেলেরা প্রাণিটিকে মেরে ফেলে রেখেছে।
তিনি জানান, ‘ডলফিনটির মুখ, লেজ এবং পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।’
লৌহজং উপজেলা বন কর্মকর্তা সেলিম খান জানান, মৃত ডলফিন ভেসে আসার খবর পেয়ে বিকালে ঘটনাস্থলে যাই। প্রায় ৪ ফিট দৈর্ঘ্য ও আনুমানিক ৬০ কেজি ওজন হবে প্রাণীটির। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, জেলেদের জালে আটকা পরে মৃত্যু হয়েছে ডলফিনটির। পরে এখানে ভেসে এসেছে। ২-৩ দিন আগে প্রানীটির মৃত্যু হওয়ায় পঁচে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সহযোগিতায় নমুনা সংগ্রহ করে ডলফিনটিকে নদী তীরে গর্ত করে চাপা দেওয়া হয়েছে।