মুন্সিগঞ্জ, ২৪ জানুয়ারি ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের ৫নং ও টংগিবাড়ী উপজেলার সোনারং-টংগিবাড়ী ইউনিয়নের ৩নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ।
বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম এ তফসিল ঘোষণা করেন। একইসাথে দেশের ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তফসিল ঘোষণা করা হয়েছে।
তফসিল অনুযায়ী, ওই দুইটি নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ সময় ১৩ ফেব্রুয়ারি, যাচাইবাছাই ১৫ ফেব্রুয়ারি, প্রত্যাহার ২২ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি ও ভোট হবে ব্যালটপেপার পদ্ধতিতে আগামী ৯ মার্চ।