২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | দুপুর ১:১৫
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জের গজারিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস পালন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২২ মার্চ, ২০২১, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় নানা আয়োজনে বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপিত হয়েছে।

গতকাল রোববার (২১ মার্চ) দিনব্যাপি উপজেলার হোসেন্দী এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগ, ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের যৌথ উদ্যোগে “কানেক্ট” স্লোগানকে প্রতিপাদ্য করে দিবসটি পালিত হয়।

সকালে ১১টায় কর্মসূচির শুরুতেই শোভাযাত্রা ও পরে আমডা বাংলাদেশ কমপ্লেক্স মিলনায়তনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈকল্য যোগাযোগ বিভাগের চেয়ারপার্সন তাওহিদা জাহানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ ডাউন সিনড্রোম সোসাইটির চেয়ারম্যান সরদার এ রাজ্জাক।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মনসুর আলম, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মিঠু।

ডাউন সিনড্রোম সোসাইটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিজানুর রহমান জুয়েল জানান, করোনা পরিস্থিতির কারণে এবারে ভিন্ন আঙ্গিকে বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপিত হচ্ছে। এবারের ডাউন সিনড্রোম দিবসে এ বৈশিষ্ট্য সম্পন্ন ব্যাক্তিদের সর্বোস্তরে সুযোগ নিশ্চিত করনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। দিবসটি উদযাপনে অংশনেয় ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন বিভিন্ন বয়সের দেড় শতাধিক শিশু-কিশোর।

error: দুঃখিত!