মুন্সিগঞ্জ, ৪ জুলাই, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের করোনা রোগীদের জন্য জরুরী পরিস্থিতি বিবেচনায় ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প স্থাপনের ঘোষণা দিয়েছেন সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।
আজ রোববার (৪ জুলাই) বেলা ১১ টা’র দিকে তিনি মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসূলের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।
মতবিনিময় সভায় তিনি লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন। লকডাউন বাস্তবায়নে মুন্সিগঞ্জ জেলার বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণে তিনি সন্তুষ্ট বলে মন্তব্য করেন।
মতবিনিময় সভায় ৯৯ কম্পোজিট ব্রিগ্রেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, ১৯ বীরের অধিনায়ক লে. কর্নেল আরিফুর রহমান, ৬২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলামিন, জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন, সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।