মুন্সিগঞ্জ, ১৫ জুলাই, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে আজ আরও ২০ জন ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ২৪৯৭ জন।
মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ বুধবার (১৫ জুলাই) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।
নতুন আক্রান্তদের মধ্যে, মুন্সিগঞ্জ সদর উপজেলার ৬ জন, টংগিবাড়ী উপজেলার ২ জন, সিরাজদিখান উপজেলার ৬ জন, লৌহজং উপজেলার ৫ জন ও শ্রীনগর উপজেলার ১ জন।
মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- বুধবার, ১৫ জুলাই, ২০২০ইং
উপজেলা | আক্রান্ত | মৃত্যু | সুস্থ |
মুন্সিগঞ্জ সদর | ১০৪৪ | ২৭ | ৩৭৪ |
গজারিয়া | ২৫৯ | ৩ | ১২৩ |
টংগিবাড়ী | ২৩৭ | ৯ | ১৬৮ |
লৌহজং | ৩৩২ | ৬ | ১৫৮ |
সিরাজদিখান | ৩৯৮ | ৯ | ২৯৮ |
শ্রীনগর | ২২৭ | ৪ | ১০৩ |
সর্বমোট- ২৪৯৭ | সর্বমোট- ৫৮ | সর্বমোট- ১২২৪ |
মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (১৫ জুলাই) ১১৮৩২ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ১১৬০৮ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ২৪৯৭, মৃত ৫৮, সুস্থ ১২২৪ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ২২৪ জনের।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।