মুন্সিগঞ্জ, ৪ সেপ্টেম্বর, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে করোনাভাইরাসে সর্বশেষ আক্রান্ত রোগীর সংখ্যা ৩২৬৯ জন। আজ নতুন জানা গেছে আরও ১৬ জন আক্রান্ত হয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে, মুন্সিগঞ্জ সদর উপজেলার ৭ জন, টংগিবাড়ী উপজেলার ১ জন, সিরাজদিখান উপজেলার ৪ জন ও গজারিয়া উপজেলার ২ জন।
মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।
মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০ইং
উপজেলা | আক্রান্ত | মৃত্যু | সুস্থ |
মুন্সিগঞ্জ সদর | ১৪৬৪ | ৩৩ | ১২০০ |
গজারিয়া | ৩৪০ | ৩ | ৩০৭ |
টংগিবাড়ী | ২৭৪ | ৯ | ২৩২ |
লৌহজং | ৩৮৩ | ৮ | ৩৬৪ |
সিরাজদিখান | ৫২৮ | ৯ | ৪৪১ |
শ্রীনগর | ২৮০ | ৪ | ২৪৫ |
সর্বমোট- ৩২৬৯ | সর্বমোট- ৬৬ | সর্বমোট- ২৭৮৯ |
মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (৪ সেপ্টেম্বর) ১৫২৭৪ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ১৪৯০২ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ৩২৬৯, মৃত ৬৬, সুস্থ ২৭৮৯ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ৩৭২ জনের।