৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | বিকাল ৪:১০
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জের আজকের করোনাভাইরাস আপডেট
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২ সেপ্টেম্বর, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে করোনাভাইরাসে সর্বশেষ আক্রান্ত রোগীর সংখ্যা ৩২২৬ জন। আজ নতুন জানা গেছে আরও ৭ জন আক্রান্ত হয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে, মুন্সিগঞ্জ সদর উপজেলার ৭ জন।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ বুধবার (২ সেপ্টেম্বর) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।

মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০ইং

উপজেলাআক্রান্তমৃত্যুসুস্থ
মুন্সিগঞ্জ সদর১৪৫৩৩৩১১৮৪
গজারিয়া৩৩২৩০০
টংগিবাড়ী২৭০২৩২
লৌহজং৩৮১৩৬৪
সিরাজদিখান৫১৬৪৪১
শ্রীনগর২৭৪২৪৫
 সর্বমোট- ৩২২৬সর্বমোট- ৬৬সর্বমোট- ২৭৬৬
সূত্রঃ সিভিল সার্জন, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (২ সেপ্টেম্বর) ১৫০৪৫ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ১৪৭০৬ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ৩২২৬, মৃত ৬৬, সুস্থ ২৭৬৬ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ৩৩৯ জনের।

error: দুঃখিত!