মুন্সিগঞ্জ, ২ সেপ্টেম্বর, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে করোনাভাইরাসে সর্বশেষ আক্রান্ত রোগীর সংখ্যা ৩২২৬ জন। আজ নতুন জানা গেছে আরও ৭ জন আক্রান্ত হয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে, মুন্সিগঞ্জ সদর উপজেলার ৭ জন।
মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ বুধবার (২ সেপ্টেম্বর) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।
মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০ইং
উপজেলা | আক্রান্ত | মৃত্যু | সুস্থ |
মুন্সিগঞ্জ সদর | ১৪৫৩ | ৩৩ | ১১৮৪ |
গজারিয়া | ৩৩২ | ৩ | ৩০০ |
টংগিবাড়ী | ২৭০ | ৯ | ২৩২ |
লৌহজং | ৩৮১ | ৮ | ৩৬৪ |
সিরাজদিখান | ৫১৬ | ৯ | ৪৪১ |
শ্রীনগর | ২৭৪ | ৪ | ২৪৫ |
সর্বমোট- ৩২২৬ | সর্বমোট- ৬৬ | সর্বমোট- ২৭৬৬ |
মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (২ সেপ্টেম্বর) ১৫০৪৫ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ১৪৭০৬ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ৩২২৬, মৃত ৬৬, সুস্থ ২৭৬৬ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ৩৩৯ জনের।