২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ৪:৩৬
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জের আজকের করোনাভাইরাস আপডেট
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৮ আগস্ট, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে করোনাভাইরাসে সর্বশেষ আক্রান্ত রোগীর সংখ্যা ৩১৬৫ জন। আজ নতুন জানা গেছে আরও ২১ জন আক্রান্ত হয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে, মুন্সিগঞ্জ সদর উপজেলার ৭ জন, টংগিবাড়ী উপজেলার ১ জন, সিরাজদিখান উপজেলার ৩ জন, শ্রীনগর উপজেলার ৩ জন ও গজারিয়া উপজেলার ৭ জন।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ শুক্রবার (২৮আগস্ট) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।

মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ইং

উপজেলাআক্রান্তমৃত্যুসুস্থ
মুন্সিগঞ্জ সদর১৪০৫৩৩১১৩৭
গজারিয়া৩২৬২৯৫
টংগিবাড়ী২৭০২৩২
লৌহজং৩৭৯৩৪৯
সিরাজদিখান৫১১৪৩৬
শ্রীনগর২৭৪২৪৩
 সর্বমোট- ৩১৬৫সর্বমোট- ৬৫সর্বমোট- ২৬৯২
সূত্রঃ সিভিল সার্জন, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (২৮ আগস্ট) ১৪৬৯২ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ১৪৪২৯ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ৩১৬৫, মৃত ৬৫, সুস্থ ২৬৯২ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ২৬৩ জনের।

error: দুঃখিত!