মুন্সিগঞ্জ, ২৮ আগস্ট, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে করোনাভাইরাসে সর্বশেষ আক্রান্ত রোগীর সংখ্যা ৩১৬৫ জন। আজ নতুন জানা গেছে আরও ২১ জন আক্রান্ত হয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে, মুন্সিগঞ্জ সদর উপজেলার ৭ জন, টংগিবাড়ী উপজেলার ১ জন, সিরাজদিখান উপজেলার ৩ জন, শ্রীনগর উপজেলার ৩ জন ও গজারিয়া উপজেলার ৭ জন।
মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ শুক্রবার (২৮আগস্ট) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।
মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ইং
উপজেলা | আক্রান্ত | মৃত্যু | সুস্থ |
মুন্সিগঞ্জ সদর | ১৪০৫ | ৩৩ | ১১৩৭ |
গজারিয়া | ৩২৬ | ৩ | ২৯৫ |
টংগিবাড়ী | ২৭০ | ৯ | ২৩২ |
লৌহজং | ৩৭৯ | ৭ | ৩৪৯ |
সিরাজদিখান | ৫১১ | ৯ | ৪৩৬ |
শ্রীনগর | ২৭৪ | ৪ | ২৪৩ |
সর্বমোট- ৩১৬৫ | সর্বমোট- ৬৫ | সর্বমোট- ২৬৯২ |
মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (২৮ আগস্ট) ১৪৬৯২ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ১৪৪২৯ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ৩১৬৫, মৃত ৬৫, সুস্থ ২৬৯২ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ২৬৩ জনের।