মুন্সিগঞ্জ, ২৭ আগস্ট, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে করোনাভাইরাসে সর্বশেষ আক্রান্ত রোগীর সংখ্যা ৩১৪৪ জন। আজ নতুন জানা গেছে আরও ২৯ জন আক্রান্ত হয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে, মুন্সিগঞ্জ সদর উপজেলার ১৩ জন, টংগিবাড়ী উপজেলার ১ জন, সিরাজদিখান উপজেলার ৮ জন, লৌহজং উপজেলার ১ জন, শ্রীনগর উপজেলার ২ জন ও গজারিয়া উপজেলার ৪ জন।
মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।
মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০ইং
উপজেলা | আক্রান্ত | মৃত্যু | সুস্থ |
মুন্সিগঞ্জ সদর | ১৩৯৮ | ৩৩ | ১১২২ |
গজারিয়া | ৩১৯ | ৩ | ২৯৫ |
টংগিবাড়ী | ২৬৯ | ৯ | ২৩২ |
লৌহজং | ৩৭৯ | ৭ | ৩৪৬ |
সিরাজদিখান | ৫০৮ | ৯ | ৪৩৬ |
শ্রীনগর | ২৭১ | ৪ | ২৪৩ |
সর্বমোট- ৩১৪৪ | সর্বমোট- ৬৫ | সর্বমোট- ২৬৭৪ |
মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (২৭ আগস্ট) ১৪৫৮৮ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ১৪৩৪৬ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ৩১৪৪, মৃত ৬৫, সুস্থ ২৬৭৪ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ২৪২ জনের।