মুন্সিগঞ্জ, ২৪ আগস্ট, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে করোনাভাইরাসে সর্বশেষ আক্রান্ত রোগীর সংখ্যা ৩০৮৬ জন।
মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ সোমবার (২৪ আগস্ট) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।
নতুন আক্রান্তদের মধ্যে, মুন্সিগঞ্জ সদর উপজেলার ১৮ জন, টংগিবাড়ী উপজেলার ১ জন, সিরাজদিখান উপজেলার ১ জন ও লৌহজং উপজেলার ৩ জন।
মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- সোমবার, ২৪ আগস্ট, ২০২০ইং
উপজেলা | আক্রান্ত | মৃত্যু | সুস্থ |
মুন্সিগঞ্জ সদর | ১৩৬৬ | ৩৩ | ১০৮৭ |
গজারিয়া | ৩১৪ | ৩ | ২৯০ |
টংগিবাড়ী | ২৬৮ | ৯ | ২৩২ |
লৌহজং | ৩৭৮ | ৭ | ৩৪১ |
সিরাজদিখান | ৪৯৬ | ৯ | ৪৩৬ |
শ্রীনগর | ২৬৪ | ৪ | ২৪৩ |
সর্বমোট- ৩০৮৬ | সর্বমোট- ৬৫ | সর্বমোট- ২৬২৯ |
মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (২৪ আগস্ট) ১৪৩৪২ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ১৪০৬৭ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ৩০৮৬, মৃত ৬৫, সুস্থ ২৬২৯ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ২৮০ জনের।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।