২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | বিকাল ৩:৩৭
মুজাহিদ-সালাউদ্দিনের রিভিউ শুনানী ১৭ই নভেম্বর
খবরটি শেয়ার করুন:

একাত্তরের মানবতাবিরোধী মামলায় জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার জন্য ১৭ নভেম্বর শুনানীর দিন ধার্য করছেন আপিল বিভাগ। সোমবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন। রিভিউ শুনানি পেছাতে সময়ের আবেদন জানিয়েছিলেন মুজাহিদ। অন্যদিকে নিজের পক্ষে কয়েকজন সাফাই সাক্ষীকে সমন জারি করার আবেদন করেছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী। এ দুই আবেদনেরও শুনানি হয়েছে।

মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ১৭ই জুলাই মুজাহিদকে ফাঁসির রায় দেন ট্রাইব্যুনাল-২। ওই রায়ের বিরুদ্ধে একই বছরের ১১ই আগস্ট আপিল করেন মুজাহিদ। ওই বছরেরই  ১লা অক্টোবর সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির রায় দেন ট্রাইব্যুনাল-১। রায়ের বিরুদ্ধে ওই বছরের ২৯শে অক্টোবর আপিল করেন সালাউদ্দিন। গত ১৬ জুন মুজাহিদ ও গত ২৯ জুলাই সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিল মামলার সংক্ষিপ্তাকারে চূড়ান্ত রায় দেন আপিল বিভাগ। পরে ৩০ সেপ্টেম্বর দেশের এই দুই পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায়। রায় পুনর্বিবেচনার জন্য রিভিউ আবেদন করেন মুজাহিদ ও সালাউদ্দিন কাদের  চৌধুরী।

error: দুঃখিত!