মুন্সিগঞ্জ, ৯ জুন, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতুতে একটি ঔষধ কোম্পানির কাভার্ডভ্যান সেতুর রেলিং ভেঙে নিচে পরে গেছে। এ সময় চালক ও পথচারি সহ ৪ জন আহত হয়েছে।
আজ বুধবার (৯ জুন) সকালে ট্রান্সকম ঔষধ কোম্পানির একটি কাভার্ডভ্যান ঔষধ নিয়ে ঢাকা হতে মুক্তারপুর সেতু হয়ে মুন্সিগঞ্জে আসছিলো। এসময় মুক্তারপুর সেতুর উপর একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি সেতুর পাশের রেলিংয়ে আঘাত করলে রেলিং ভেঙে নিচে পড়ে যায়।
গুরুতর আহত অবস্থায় আহতদের মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
আহতরা হলো, কাভার্ডভ্যান চালক রাসেল মুন্সি (৩২) তার ঠিকানা পাওয়া যায়নি। অপর ৩ আহত হচ্ছেন, চালক এর সহকারী বাগেরহাট জেলার মংলা উপজেলার পূর্ব শোলানিয়া গ্রামের আঃ মান্নান এর ছেলে বেলাল হোসেন (৩২), কুষ্টিয়া জেলার দৈলতপুর উপজেলার বৈবাগীরচর গ্রামের নাসির বিশ্বাস এর ছেলে বাচ্চু (৩২) আহত পথচারী মামুন (৩২)। পথচারী ও চালকের অবস্থা আশঙ্কাজনক বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এ ব্যাপারে মুন্সিগঞ্জ সদর ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর (প্রশাসন) জানান, সকাল পৌনে ১১ টার দিকে ট্রান্সকম কোম্পানির একটি কাভার্ডভ্যান মুক্তারপুর সেতুর উপর দিয়ে মুন্সিগঞ্জের দিকে আসছিলো। এ সময় একটি অটোরিকশা যাত্রী নিয়ে সেতুর উপর দিয়ে নারায়নগঞ্জের দিকে যাচ্ছিলো। সেতুর উপর কাভার্ডভ্যানটি আটোকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে পড়ে যায়। এ সময় চালকসহ তার দুই সহযোগী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
এ বিষয়ে এসকে এফ ঔষধ কোম্পানির দায়িত্বপ্রাপ্ত (এম আর) দিলিপ কুমার বলেন, আজ মুন্সিগঞ্জে ঔষধ ডেলিভারির কথা ছিলো। একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনা ঘটে। ড্রাইভার রাসেল কে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। পরবর্তীতে তার অবস্থা জানা যাবে।