মুন্সিগঞ্জ, ৯ এপ্রিল, ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ঈদুল ফিতরকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের পঞ্চসার ইউনিয়নের মীর ফাউন্ডেশন এন্ড ট্রাষ্ট বিডির পক্ষ থেকে ৩ শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে সদর উপজেলার মুক্তারপুর স্ট্যান্ডে এই কর্মসূচি পালিত হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো রান্না করা বিরিয়ানি ও ঈদ বস্ত্রের মধ্যে ছিলো থ্রি পিস।
উদ্যোক্তারা জানান, মীর ফাউন্ডেশন এন্ড ট্রাষ্ট বিডির সেক্রেটারি জামাল মীর ও সহ সভাপতি আব্দুল আলিম আকাশের উদ্যোগে খাদ্য সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, আহসানুল মাদবর, আব্দুল শরিফ দেওয়ান, মিলন পান্ডে, ইমরান হোসেন অপু, সাজ্জাত মাদবর, হুমায়ন মাদবর, রাসেল পোদ্দার, সাগর পোদ্দার, এবং সুজন হোসেন।