প্রকাশক দীপনকে হত্যা ও টুটুল-তারেক-রণদীপমকে হত্যার চেষ্টার প্রতিবাদে মুন্সীগঞ্জে গণজাগরণ মঞ্চের মানববন্ধব কর্মসূচী পালিত হয়েছে। রোববার বিকেল ৩ টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে জুবলী রোডে এই মানববন্ধন পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা সকল মুক্তচিন্তার বিকাশের পক্ষের লোকজনকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের গণজাগরণ মঞ্চের আহবায়ক শহীদ-ই-হাসান তুহিন, গণজাগরণ মঞ্চের সংগঠক ভবতোষ চৌধুরী নুপুর, জেলা উদীচী শিল্প গোষ্ঠীর সাধারণ সম্পাদক হামিদা খাতুন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাব্বির আহম্মদ দীপু, প্রেসক্লাব কার্যকরী কমিটি সদস্য মাহাবুব আলম বাবু, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি শ.ম. কামাল, গ্রুপ থিয়েটারের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন ঢালী, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন জাকির, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ, অ্যাডভোকেট মনির হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সেলিম, লেখক গোলাম আশরাফ উজ্জ্বল, কবি মাসুদ অর্ণবসহ সাংবাদিক, সাংস্কৃতিক, রাজনৈতিক কর্মী প্রমুখ।