১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৯:৫৫
Search
Close this search box.
Search
Close this search box.
মিরকাদিম পৌরসভা নির্বাচন; বিএনপির ভোট বর্জন, ২০ গুণ বেশি ভোটে আ. লীগ প্রার্থীর জয়
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৫ ফেব্রুয়ারি, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মিরকাদিম পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী আব্দুস সালাম ২০ হাজার ৫৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রধান প্রতীদ্বন্দী বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ৮৬৮ ভোট।

অন্যদিকে অপর দুই মেয়র প্রার্থী জাতীয় পার্টি মনোনীত বাইসাইকেল প্রতীকের প্রার্থী খন্দকার মোহাম্মদ হোসেন রেনু পেয়েছেন ৩৭০ ভোট। আর নির্বাচন ছেড়ে দেয়ার ঘোষণা দেয়া দুইবারের মেয়র শহিদুল ইসলাম শাহিন পেয়েছেন ১৭৭ ভোট।

এতে করে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ছাড়া বাকি সবার জামানত বাজেয়াপ্ত হয়েছে।

এদিকে নির্বাচন শেষ হওয়ার এক ঘন্টা বিভিন্ন অভিযোগ জানিয়ে নির্বাচন বয়কটের ঘোষণা দেন বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান। তিনি অভিযোগ করেন, রোববার মিরকাদিম পৌরসভার নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইভিএমে ভোট দিতে গিয়েছিলেন তার পরিবারের সদস্যরা। তারা বুথের গোপন কক্ষে গেলে তাদের পিছু নিয়ে সেখানে ঢুকে ধানের শীষ প্রতীকের পরিবর্তে নৌকায় ভোট দেওয়াতে বাধ্য করে কিছু বহিরাগত। নৌকার প্রার্থীর পক্ষে বহিরাগতদের এমন প্রভাব বিস্তার পৌরসভার প্রতিটি কেন্দ্রেই ছিল বলেও অভিযোগ করেন মিজানুর রহমান।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৪র্থ ধাপের মিরকাদিম পৌরসভায় এবারের নির্বাচনে ৩৭ হাজার ৩৭৬ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন ২২ হাজার ৫ জন। যায় মোট ভোটারের ৫৮.৪৪ শতাংশ।

দিনব্যাপি পৌরসভার ১৭টি কেন্দ্রের ১২৪ টি বুথে ভোটাররা ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান করেন।

error: দুঃখিত!