৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | বিকাল ৪:৩৯
Search
Close this search box.
Search
Close this search box.
মিরকাদিম পৌরসভার সমাজসেবক গিয়াসউদ্দিন মুন্সী আর নেই
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৩ আগষ্ট, ২০২০, লিটন মাহমুদ (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপ‌জেলার মিরকাদিম পৌরসভার ৯নং ওয়া‌র্ডের নগর কসবা জিরানন্দ পট্টির বিশিষ্ট সমাজ ও ব্যবসায়ী আলহাজ্ব গিয়াসউদ্দিন মুন্সী (৮০) সাহেব গতকাল সকাল সকাল ৮ ঘ‌টিকার সময় ইন্ত‌েকাল ক‌রে‌ছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)।

তিনি কিছুদিন যাবৎ শারীরিক সমস্যায় ভুগছিলেন। তিনি নগর কসবা গ্রামের মরহুম মরন মুন্স‌ী সা‌হেব‌ের মেঝপুত্র।

মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহিন ও ৯নং ওয়ার্ডের কাউন্স‌িলার হাজী মোঃ সোহেল ম‌নির সহ অনেকেই। উল্ল‌েখ্য তিনি স্হানীয় সাংবা‌দিক ‌লিটন মাহমুদ‌ের মামা ।

error: দুঃখিত!