সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় ১০শয্যা বিশিষ্ট মা ও শিশু কেন্দ্রের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।
২০নভেম্বর রবিবার পৌরসভা প্রাঙ্গনে এক অনুষ্ঠানে এর ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মৃণাল কান্তি দাস।
মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহিন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
এসময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্বাহী প্রকৌশলী অানোয়ার অালী, জেলা সিভিল সার্জন শহীদুল ইসলাম, রামপাল ইউনিয়নের চেয়ারম্যান বাচ্চু শেখ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ অাহম্মেদ পাভেল প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নির্মাণকাজে বরাদ্দ জমির চুক্তি স্বাক্ষর হয়।
অনুষ্ঠান শেষে পৌরভবনের পশ্চিম দিকে হাসপাতাল নির্মাণের নির্ধারিত স্থানে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।