৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৮:৪৪
Search
Close this search box.
Search
Close this search box.
মিরকাদিমে শ্রমিক লীগ নেতা ঝিল্লুর হ.ত্যা, ১৫জনকে আসামি করে মামলা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১০ জানুয়ারি ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভায় জাতীয় নির্বাচনের দিন নৌকা প্রার্থীর সমর্থক ও পৌর শ্রমিক লীগের সহ সভাপতি ঝিল্লুর রহমানকে (৪২) প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় ১৫জনকে আসামি করে মামলা দায়ের করেছে নিহতের পরিবার।

ঘটনার ৩ দিন পর আজ বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে নিহতের স্ত্রী রেহানা বেগম বাদী হয়ে এই মামলা করেন।

মামলায় মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম শাহিনসহ ১৫ জনকে আসামি করা হয়েছে।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান মামলার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলার বিষয়ে তদন্ত করে জড়িত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সাবেক মেয়র শাহিন আসামি রয়েছেন। তার বিষয়েও তদন্ত করা হবে। সব আসামিকেই আইনের আওতায় আনা হবে।

গেল রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয় পৌর শ্রমিক লীগের সহ সভাপতি ঝিল্লুর রহমানকে।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!