মুন্সিগঞ্জ, ২১ মে, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় খাল-ডোবা ও পুকুর ভরাট করে দখলের মহোৎসব চলছে।
মিরকাদিম পৌরসভার গোপপাড়া যা গোয়ালপাড়া নামে পরিচিত সেখানে একটি পরিত্যক্ত পুকুর রয়েছে। পুকুরটির একপাশে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। অন্যদিকে সড়ক ঘেষে আরেকটি অংশ বালু ফেলে দখল করা হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ময়লা আবর্জনা ও বর্জ্যেভরা সরকারি এই পুকুরটি বালু ফেলে একটি চক্র দখল করার চেষ্টা করছে। সরকারের কোন রকম অনুমতি না নিয়ে পূজা অর্জনার অজুহাতে একটি চক্র পুকুরের একটি অংশ গত দুইদিনে বালু ফেলে ভরাট করে ফেলেছে।
স্থানীয়রা জানিয়েছেন, এই পুকুরের একটি অংশ গোয়ালপাড়ার পূজা কমিটির লোকজন পূজা-মন্দির করার কথা বলে বালু ফেলে ভরাট করছে। তারা এলাকায় প্রচার চালাচ্ছে ভরাটকৃত জায়গা সরকারের কাছ থেকে লিজ নিয়ে ভরাট করা হচ্ছে। আবার পুকুরে ময়লা ফেলে ভরাট করা অংশের কিছু জায়গা মৃত হাছাই বেপারীর ছেলেরাও লিজ নিয়েছে বলে এলাকায় প্রচারণা চলছে।
তবে বালু ফেলে পুকুরের একটি অংশ দখলে নেয়ার বিষয়ে স্থানীয়রা বলেছেন, গোয়ালপাড়া পূজা কমিটির কয়েকজন এই পুকুরে বালু ফেলে ভরাট করেছে। এখানে তারা পূজা করবে, মন্দির বানাবে বলে প্রচারণা চলছে।
এই বিষয়ে গোয়ালপাড়া পূজা কমিটির সাধারণ সম্পাদক সুমন পাল বলেছেন, কারা কি কারণে পুকুর ভরাট করছে তা তিনি জানেননা।
রিকাবীবাজার ভূমি অফিসের তহশিলদার গোলজার হোসেন জানান, তিনি পুকুর ভরাট বিষয়ে অবগত নন। তিনি জানান, সরকারি সম্পত্তি হলে পুকুর ভরাট করার নিয়ম নেই। ব্যক্তিগত হলে ভরাট করতে পারবে।মুন্সিগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার শেখ মেজবাউল সাবেরিন বলেন, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।