মুন্সিগঞ্জ, ৬ মার্চ, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের মিরকাদিমে প্রতিপক্ষের হামলায় স্থানীয় আওয়ামী লীগের কর্মী ফিরোজ (৩৫) নিহত হয়েছে।
গতকাল শুক্রবার (৫ মার্চ) রাত সাড়ে ১০ টা’র দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যবরণ করেন।
নিহত ফিরোজ মিরকাদিমের মিরাপাড়া এলাকার মৃত রব ফকির এর পুত্র। সে স্থানীয় বিবদমান আওয়ামী লীগের দুই গ্রুপের রাজনীতিতে মনসুর আহমেদ কালাম সমর্থক হিসেবে পরিচিত।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার (৪ মার্চ) রাত ১১ টা’র মিরকাদিমের মিরাপাড়া পালবাড়ি নামক স্থানে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ফিরোজ। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। গতরাতে তিনি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহত আওয়ামী লীগ কর্মী ফিরোজের বড় ভাই উজ্জ্বল ‘আমার বিক্রমপুর’ কে জানান, ‘আমার ভাইয়ের উপর কারা হামলা করেছে আমরা তাদের শনাক্ত করেছি। পুরো ঘটনাটি পরিকল্পিত। আমার ভাই আওয়ামী লীগের কর্মী ছিলো। সে তার পছন্দ অনুুুযায়ী নেতার সাথে দল করতো। এতে একটি মহল তার উপর ক্ষিপ্ত ছিলো। আমি এই হত্যার সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ‘এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’