১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ৮:৫৬
মিরকাদিমে নৈদিঘির পাথর ফুটবল লীগের উদ্বোধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৭ জুন, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের মিরকাদিমে নৈদিঘির পাথর ফুটবল লীগের উদ্বোধন হয়েছে।

আজ সোমবার (৭ জুন) বিকালে সদর উপজেলার মিরকা‌দি‌ম পে‌ৗরসভার ‌রিকাবী বাজার আর এম সি মা‌ঠে একতা ক্রীড়া সংঘের আ‌য়োজ‌নে নৈদি‌ঘির পাথর ফুটবল লীগ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থি ছি‌লেন, মিরকা‌দিম পৌরসভার ৬নং ওয়ার্ড কাউ‌ন্সিলর মোঃ লিটন, বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন, বর্নালী স‌্যা‌টালাইট ‌চেয়ারম‌্যান মোঃ বাবুল আহ‌ম্মেদ।