২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ৪:২০
Search
Close this search box.
Search
Close this search box.
মিরকাদিমে নানা আয়োজনে শোক দিবস পালিত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৭ আগষ্ট, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে মিরকাদিম পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে ভোজ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

সোমবার মিরকাদিম পৌরসভার দরগাবাড়ী, মাস্তান বাজার, দক্ষিণ কাগজীপাড়া, গোপাল নগর, রামনগর, রামগোপালপুর, রিকাবিবাজার বটতলা, টেঙ্গর, নৈদিঘিরপাথর, রিকাবিবাজার হাইস্কুল, এনায়েতনগর, চন্দন তলা, শরিয়তনগর সহ বেশ কয়েকটি স্থানে এ ভোজ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভোজ বিতরণ উদ্বোধন ও দোয়া মাহফিলে অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

এসময় মিরকাদিম হাজী আমজাদ আলী ডিগ্রী কলেজ মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মনছুর আহমেদ কালাম, বাংলাদেশ ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক আপন দাস, মিরকাদিম পৌর আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুজ্জামান বাসু, জেলা পরিষদের সদস্য মো. আরিফুর রহমান, জেলা পরিষদের সদস্য গোলাম রসুল সিরাজী রোমান, পৌর কাউন্সিলর জলিল মাদবর, সদর থানা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. মনিরুজ্জামান শরীফ, মুন্সিগঞ্জ সদর থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন মুন্সী, মুন্সিগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মকবুল হোসেন, কাউন্সিলর আব্দুল মান্নান দর্পন, পঞ্চসার ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড মেম্বার মো. জাহিদ হাসান, সদর থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম পলাশ, মিরকাদিম পৌর ছাত্রলীগের সভাপতি খালেদ মোহাম্মদ রকি, মিরকাদিম স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সেকান্দার হোসেন, মিরকাদিম স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক কাজী আসাদুজ্জামান লিপু, মিরকাদিম পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী ফয়েজ মাদবর প্রমুখ।

১৫ আগস্টে বঙ্গবন্ধু ও তার পরিবার সহ সকল শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।

error: দুঃখিত!