৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৬:২৫
Search
Close this search box.
Search
Close this search box.
মিরকাদিমে আ. লীগ নেতা শরিফের উপর হামলা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৭ এপ্রিল ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মিরকাদিম পৌর আওয়ামী লীগের উপদেষ্টা, সাবেক ছাত্রলীগ নেতা ও সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনিরুজ্জামান শরিফের (৫৭) উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১১টা’র দিকে মিরকাদিমের রামগোপালপুর ছৈয়ালবাড়ি-ধোঁপাবাড়ি সড়কে এই ঘটনা ঘটে।

আহত মনিরুজ্জামান শরিফ অভিযোগ করে জানান, মিরকাদিম থেকে মিশুকে করে পঞ্চসারের তেলিরবিল এলাকায় বাড়ি ফেরার পথে পথরোধ করে রিকাবীবাজার এলাকার প্রান্ত, সম্পদ, শুভ পিস্তল, সুইচ গিয়ার, রড ও লাঠিসোটা নিয়ে হামলা করে।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, মনিরুজ্জামান শরিফের হাত, পিঠ এবং মাথায় আঘাত রয়েছে। তিনি বর্তমানে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাতিমাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক অমর চন্দ্র দাস বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে হামলার নিন্দা জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুজন হায়দার জনি ও সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকির। ঘটনার প্রতিবাদে আজ বিকাল সাড়ে ৩টা’য় মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে তারা মানববন্ধনের ডাক দিয়েছে।

error: দুঃখিত!