মুন্সিগঞ্জ, ১৪ ফেব্রুয়ারি ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের নিয়ে ‘মিনি ম্যারাথান’ কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন। তারা বলছে, পর্যায়ক্রমে জেলার সকল বিদ্যালয়ের শিশুদের দৌড় চর্চায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।
বুধবার সকাল দশটার দিকে শহরের ভিটি শিলমন্দি সড়কে (ডায়াবেটিক হাসপাতাল রোড) কর্মসূচির উদ্বোধন হয়।
প্রথমদিনে সদর উপজেলার ইদ্রাকপুর ১ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৬ জন শিক্ষার্থী এতে অংশ নেন। শিশুদের আগ্রহী করে তোলার উদ্দেশ্যে প্রতিযোগিতায় অংশ নেয়া সকলকেই বিজয়ী ঘোষণা করা হয় বলে জানায় জেলা প্রশাসন।
মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন বলেন, শরীর সুস্থ রাখার জন্য শরীরচর্চার গুরুত্ব অপরিসীম। শিশুকাল থেকেই শরীরচর্চা এবং এর একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ দৌড়। শিশুদের মধ্যে দৌড়ের অভ্যাস গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করে জেলার সকল শিশুদেরকে ম্যারাথনের মাধ্যমে দৌড় তথা শরীরচর্চামুখী করার উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা তৈরি হবে সমগ্র জেলায়।
কর্মসূচিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিফাত ফেরদৌসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।