মুন্সিগঞ্জ, ২২ মে, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
‘খুব ছোট বেলাতেই বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা তৈরি হয়। ছোট বেলা থেকেই বই পড়তাম। আমাদের সবারই জন্মের উদ্দেশ্য আছে। আমার কাছে মনে হলো রাজনীতি করার জন্যই আমার জন্ম। আমার মা আমাকে একদিন বললো রাজনীতিতে যেহেতু আসছোই বঙ্গবন্ধুুর আদর্শ ধরে রেখেই রাজনীতি কইরো। আর রাজনীতির মূল উদ্দেশ্যই রাইখো-ভালোবাসাটাই সব। ভালাবাসাটা যদি মানুষকে প্রকৃতভাবে দিতে পারো সবাই তোমাকেও ভালোবাসাটা দিবে।’- করোনা মহামারি ও সমসাময়িক বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গতকাল শুক্রবার (২১ মে) রাতে সাংবাদিক এ কে আজাদ মুন্না আয়োজিত ‘প্রিয়মুখ অনলাইন লাইভ আলোচনা’য় অংশ নিয়ে এসব কথা বলেন মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব।
অনুষ্ঠানে আরও অংশ নেন, মুন্সিগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার সাংবাদিক মাহাবুব আলম বাবু, মুন্সিগঞ্জ নাগরিক সমন্বয় পরিষদের আহবায়ক ও দেশ টিভির সাংবাদিক এডভোকেট সুজন হায়দার জনি ও বাংলা ট্রিবিউন এর সাংবাদিক তানজিল হাসান।
অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলা শহরের সুপারমার্কেট এলাকায় দখল হয়ে যাওয়া পাবলিক টয়লেট নিয়ে নাগরিকদের বিড়ম্বনার কথা তুলে ধরে সাংবাদিক মাহাবুব আলম বাবুর করা এক প্রশ্নের জবাবে মেয়র ফয়সাল বিপ্লব বলেন, ‘টয়লেট তো আমি করতে চাই। একটা মহিলা কমপ্লেক্স করলাম। টয়লেট করবো-জায়গাটা কোথায়? আমাকে জায়গা কে দিবে?’
এসময় সাংবাদিক মেয়রকে থামিয়ে পুনরায় প্রশ্ন করেন- সুপারমার্কেট এলাকায় যে টয়লেটগুলো ছিলো সেগুলো ঝকঝকা-তকতকা শোরুম হয়ে গেছে। এ বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। এরপর মেয়র বিপ্লব বলেন, ‘যে টয়লেটগুলো আছে সেগুলো অবশ্যই সংস্কার করা হবে। বাজারের ভেতরে যেটা আছে সেটাকে সংস্কারের একটি উদ্যোগ আমরা নিয়েছি। সেটি মামলার কারনে বন্ধ রয়েছে। সুপারমার্কেটের উপরে ছাদে টয়লেট করা যায় কি না সে বিষয়টা নিয়ে আমরা ভাবছি। সুপারমার্কেটের ছাদে ৪ টা টয়লেট করার পরিকল্পনা আছে।’
এসময় আমলাতান্ত্রিক জটিলতার কারনে মুন্সিগঞ্জ বাজার সংস্কার কাজ বিলম্ব হচ্ছে এমনটা জানিয়ে ফয়সাল বিপ্লব বলেন, মুন্সিগঞ্জ পৌরসভার দোকানগুলো যে রেটে বরাদ্দ দিয়েছি এত হাই রেটে আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। ব্যক্তিগত পর্যায়েও পারেনি। বিভিন্ন প্রশ্নের কারনে ৩ বছর পার হয়ে গেলেও মুন্সিগঞ্জ বাজার সংস্কার কাজ শুরু করা যায়নি।