২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | দুপুর ২:৩৮
Search
Close this search box.
Search
Close this search box.
মায়ের সঙ্গে অভিমান করে মেয়ের আত্মহত্যা
খবরটি শেয়ার করুন:

রাজধানীর দারুস সালাম এলাকার একটি বাসা থেকে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে দারুস সালামের সেকেন্ড কলোনিতে বাবুল হাওলাদার নামে একজনের বাসা থেকে সুরভীর (১৩) লাশ উদ্ধার করা হয় বলে স্থানীয়রা জানিয়েছে।
জানা গেছে, মাঝে মাঝে ওই বাসায় গিয়ে ঘরের কাজ করতেন একই কলোনির বাসিন্দা সুরভী। বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সুরভীর লাশ পাওয়া যায় বলে দারুস সালাম থানার উপপরিদর্শক আবদুর রাজ্জাক জানিয়েছেন।
এদিকে, মেয়েটি মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে বলে তার পরিবার বলছে।
সুরভীর বাবার নাম নজরুল ইসলাম মাসুদ। মায়ের নাম মনোয়ারা বেগম।
মনোয়ারা বেগম জানান, সেকেন্ড কলোনির ৫৬/এ/এ নম্বর বাড়িতে একটা রুম ভাড়া নিয়া সুরভী আর ছোট মেয়ে লিজাকে নিয়ে তারা থাকতেন। বড় দুই মেয়ের বিয়ে হওয়ায় তারা আলাদা থাকেন।
তিনি বলেন, সুরভী প্রায়ই ওই বাড়ি গিয়ে ছোটখাটো কাজকাম করে দিত। আমার লগে রাগ কইরা বৃহস্পতিবার বিকালের পর ওই বাড়িতে গিয়া সে ফাঁসি লয়।
error: দুঃখিত!