কর্মাশিয়াল কিংবা আর্ট ঘরানার যেমন ছবিই হোক না কেন, একজন নায়ক থাকা যেন বাধ্যতামূলক হয়ে গেছে। কিন্তু হলিউড কিংবা পাশের বলিউডে নায়ক ছাড়াই অনেক ছবি হয়েছে এবং তা দর্শক গ্রহণও করেছে। তবে এবার মাহি প্রযোজিত প্রথম ছবি ‘মায়ার বাঁধন’- এ কোন নায়ক থাকছে না।
মাহি বলেন, ‘ও অর্থে যদি নায়ক বলেন তাহলে আমার বিপরীতে একটি কুকুর অভিনয় করবে। তার সাথে আমার মানবিক সম্পর্কের গল্পই নিয়েই ছবির গল্প।’
ছবিতে ‘নায়ক’ বলতে আমরা যা বুঝি তা থাকলেও তার পর্দায় উপস্থিতি দু-একটি দৃশ্যের বেশি হবে না।এমনটিই জানালেন মাহি।
নিজের প্রযোজনা সংস্থা ‘স্করপিয়ন’ থেকে প্রথমে ‘নিয়তি’ করার ঘোষণা দিয়েছিলেন মাহি। ‘ওই ছবি জাজ নিয়ে গেছে’, এভাবেই বললেন মাহি। জানালেন অশোক পাতি ছবিটি পরিচালনা করবেন এবং ছবিটির সহ-প্রযোজক হিসেবে থাকবেন।
বর্তমানে ছবিটির চিত্রনাট্যের কাজ চলছে। সেপ্টেম্বরের মাঝামাঝি কাজ শুরু হবে। এরপর নভেম্বরের শেষে ‘ঢাকা অ্যাটাক’ এর শুটিংয়ে অংশ নিবেন। তবে ‘অনেক দামে কেনা’ ছবির শুটিং কিছুটা বাকি আছে। এ নিয়ে মাহি বলেন, ‘জাজ যখন আমার কাছে সময় চাইবে আমি করে দেব। দু-একদিনের কাজ, তার বেশি না।’