করোনা, করোনা মানুষ কে আর মেরো না। একটা বছর কেটে গেলো স্কুলে যেতে পারি না।
করোনা করোনা এ দেশ থেকে চলে যাও। করোনা করোনা পৃথিবী থেকে চলে যাও।
তুমি গেলে চলে, স্কুল দিবে খুলে, চটপটি ,ফুস্কা খাবো বন্ধুরা সব মিলে।
করোনা করোনা মানুষ কে আর মেরো না। করোনা করোনা এ দেশ থেকে চলে যাও।
করোনা করোনা পৃথিবী থেকে চলে যাও। তুমি গেলে চলে, স্কুল দিবে খুলে কত কত মজা হবে, বন্ধুদের সাথে দেখা হবে। আবার যাবে মন ভরে।
করোনা করোনা মানুষদের কে আর মেরো না। একটা বছর কেটে গেল, স্কুলে যেতে পারি না। করোনা করোনা। মানুষ কে আর মেরো না।