১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৯:২২
Search
Close this search box.
Search
Close this search box.
মাশরুর মাহির এর কবিতা ‘করোনার ঢেউ’
খবরটি শেয়ার করুন:

করোনা, করোনা মানুষ কে আর মেরো না। একটা বছর কেটে গেলো স্কুলে যেতে পারি না।

করোনা করোনা এ দেশ থেকে চলে যাও। করোনা করোনা পৃথিবী থেকে চলে যাও।

তুমি গেলে চলে, স্কুল দিবে খুলে, চটপটি ,ফুস্কা খাবো বন্ধুরা সব মিলে।

করোনা করোনা মানুষ কে আর মেরো না। করোনা করোনা এ দেশ থেকে চলে যাও।

করোনা করোনা পৃথিবী থেকে চলে যাও। তুমি গেলে চলে, স্কুল দিবে খুলে কত কত মজা হবে, বন্ধুদের সাথে দেখা হবে। আবার যাবে মন ভরে।

করোনা করোনা মানুষদের কে আর মেরো না। একটা বছর কেটে গেল, স্কুলে যেতে পারি না। করোনা করোনা। মানুষ কে আর মেরো না।

error: দুঃখিত!