মুন্সিগঞ্জ, ১ ডিসেম্বর, ২০২০, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
মারামারির মামলায় মুন্সিগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান খাঁন কে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
জানা যায়, চলতি বছরের ১১ সেপ্টেম্বর গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের বৈদ্দারগাঁও গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের উপর হামলা চালিয়ে একজনের হাতের কব্জি বিচ্ছিন্ন এবং আরেকজনকে গুরুতরভাবে আহত করার ঘটনায় এ মামলাটি দায়ের করা হয়।
মঙ্গলবার (১ ডিসেম্বর) এই মামলায় হাজির হয়ে জেলা আমলি আদালত-৫ এ জামিন আবেদন করলে বিচারক মুক্তার মন্ডল তার আবেদন প্রত্যাখান করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।