৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৯:২৫
Search
Close this search box.
Search
Close this search box.
মারামারির অভিযোগে মুন্সিগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি’র বিরুদ্ধে মামলা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১১ সেপ্টেম্বর, ২০২০, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মারামারির অভিযোগে মুন্সিগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান খাঁন এর বিরুদ্ধে মুন্সিগঞ্জের গজারিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এ মামলাটি দায়ের করা হয়।

থানা সূত্রে জানা যায়, গতকাল গজারিয়া উপজেলায় টেংগারচর ইউনিয়নের বৈদ্দারগাঁও গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের উপর হামলা চালিয়ে একজনের হাতের কব্জি বিচ্ছিন্ন এবং আরেকজনকে গুরুতরভাবে আহত করে টেংগারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মুন্সিগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান খাঁনের লোকজন।

টেঙ্গারচর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান খাঁন জেলা যুবলীগের ১নং সহ সভাপতি ছিলেন। কিন্তু এক সময়ে তিনি এ পদ ছেড়ে দিয়ে গজারিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি হন। সেখান থেকে নিয়ম ভেঙ্গে তিনি ২০১৮ সালে মুন্সিগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হন।

তিনি যে গজারিয়া উপজেলার কৃষকলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন সেই বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি মহসিন মাখন। এক্ষেত্রে যুবলীগের গঠনতন্ত্র অনুয়ায়ী শাহজাহান খাঁন মুন্সিগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হতে পারেন না। সেক্ষেত্রে প্রশ্ন আসে তৎকালীন যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের সাথে তার অর্থের লেনদেন হয়েছিলো কি না।

মামলার প্রসঙ্গে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন জানান, মুন্সিগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান খাঁনকে প্রধান আসামি করে আরও ২৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

তিনি জানান, টেংগারচর ইউনিয়নের বৈদ্যারগাও গ্রামটিতে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে, এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

error: দুঃখিত!