মুন্সিগঞ্জ, ১৬ নভেম্বর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
‘দুইটা মারামারি হইছে, একটাতেও আমার লোক জড়িত না। আমার লোকদের কিভাবে আহত করা হইছে দেখেন। আমি এলাকায় যাই না, জীবন নিয়ে নিরাপত্তাহীনতায় আছি। আমাকে বলবেন আমার সন্ত্রাস আছে, আমার চেয়ে ডাবল সন্ত্রাস তাদের ভেতরে আছে’- এসব কথা বলেছেন মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মহসিনা হক কল্পনা।
আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এসময় আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রিপন হোসেনের বিরুদ্ধে নানা অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে মহসিনা হক কল্পনা প্রশাসনের অভিযানে মোল্লাকান্দি শান্ত আছে উল্লেখ করে সুষ্ঠ নির্বাচনের দাবি করেন।