মায়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর হামলা, নারীনির্যাতন ও শিশুদের পুড়িয়ে হত্যার প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কের উপর দীর্ঘ সময় বিক্ষোভ প্রদর্শন করেছে ‘জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’ নামের একটি সংগঠনের মুন্সিগঞ্জের নেতা-কর্মীরা।
মূলত, এতে জেলার বিভিন্ন কওমী মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশ নেয়।
শুক্রবার বিকেল ৪টার দিকে সংগঠনটির মুন্সিগঞ্জ জেলা শাখার ব্যানারে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া কলেজ মাঠে সমাবেশটি অনুষ্ঠিত হয়। পরে ঢাকা-মাওয়া মহাসড়ক কার্যত অাটকে রেখে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে তারা।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন- ইসলামপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ এবিএম মহিউদ্দিন আল হোসাইনী, সৈয়দপুর জামিয়া এমদাদিয়া মাদ্রাসার মুহতামিম মওলানা বশির আহমেদ, কেয়াইন ইউপি চেয়ারম্যান আশ্রাফ আলী শেখ, মুফতী মাহবুবসহ জেলার বিভিন্ন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
এসময় বক্তারা মায়ানমারে রোহিঙ্গাদের উপর গনহত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে একযোগ কাজ করার আহবান জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলাকালে মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের হত্যা ও নির্যাতনের তীব্র নিন্দা এবং এ ব্যাপারে বাংলাদেশ সরকার সহ সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোকে জোড়ালো ভূমিকা রাখার আহবান জানান।