মুন্সিগঞ্জ পৌরসভার মানিকপুরের চিন্হিত ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রুবেল ওরফে ‘ব্ল্যাক রুবেলে’র অব্যহত অপকর্মে অতিষ্ঠ হয়ে উঠেছে শহরবাসী।
প্রকাশ্যে অস্র নিয়ে ঘুরে বেড়ানো ধুরন্ধর রুবেল একাধিক বার পুলিশের ভয়ে পালিয়ে বেড়ালেও কিছুদিন পরে অাবারও বেপরোয়া জীবনযাপন শুরু করে।
মাস কয়েক অাগে মুন্সিগঞ্জের এক ব্যবসায়ীর অফিসে চাঁদাবাজি করতে গিয়ে অস্র ঢেকিয়ে ভয়ভীতি প্রদর্শনের একটি ভিডিও গণমাধ্যম ও প্রশাসনের কাছে রয়েছে।
মানিকপুর ও গণকপাড়া এলাকায় মাদক ব্যবসা পরিচালনা ও সন্ত্রাসী কার্যক্রমের প্রয়োজন হলেই ব্যবহার হয় রুবেলের। অার অপকর্ম শেষ হলেই গা ঢাকা দেয় সন্ত্রাসী ও ত্রাস রুবেল।
রুবেলের ভয়ে স্থানীয়রা মুখ খুলতে না চাইলেও রুবেলের এক প্রতিবেশী ‘অামার বিক্রমপুর’ এর কাছে রুবেলের অন্ধকার জীবনের নানা অজানা তথ্য তুলে ধরেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সেই ব্যক্তি জানান, রুবেল শহরের প্রভাবশালী কিছু নেতার প্রশ্রয়ে শহরে প্রকাশ্যে অস্র নিয়ে ঘুরে বেড়ায়। তার দাপটে সাংবাদিক থেকে পুলিশ পর্যন্ত মুখ খোলার সাহস করতে পারে না।
তিনি বলেন, রুবেলের বিষয়ে পুলিশ সুপার ও ডিবি কার্যালয়ে অামরা একাধিকবার অভিযোগ দিয়েছি। পুলিশ সুপার ডিবি পুলিশকে একাধিকবার অামাদের সামনে রুবেলের বিরুদ্ধে তাৎক্ষনাৎ ব্যবস্থা নিতে নির্দেশ দিলেও ডিবি পুলিশ পরবর্তীতে অজানা কারনে অার কোন পদক্ষেপ নেয়নি।
তবে এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিবি’র ওসি ইউনুচ অালী বলেন, রুবেল খুব ধুরন্ধর চালাক প্রকৃতির একজন সন্ত্রাসী। অবৈধ অাগ্নেয়াস্র বহন ও ব্যবহারের বিষয়ে অামাদের কাছে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। অামরা চেষ্টা করছি রুবেলকে হাতেনাতে ধরার।