মুন্সিগঞ্জ, ৫ এপ্রিল ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
কবি, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী আনোয়ার হোসেন আনুর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় জেলা শহরের দক্ষিণ ইসলামপুর মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘আনমনা প্রাঙ্গণ’ এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।
অনুষ্ঠানে আনমনা প্রাঙ্গণের প্রতিষ্ঠাতা সভাপতি ও সংগঠক মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা জামাল উদ্দীন, সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুফতি আখতার হুসাইন, সিনিয়র মুহাদ্দিস মুফতি যাকারিয়া হুসাইন, সিনিয়র শিক্ষক মাওলানা রবিউল হুসাইন, সিনিয়র মুহাদ্দিস মাওলানা জহিরুদ্দিন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের অন্যতম প্রতিষ্ঠাতা সাইফুল সামাদ বিন শুভ্র, আনমনা প্রাঙ্গণের কার্যনির্বাহী পরিষদের সদস্য নাট্যকার, নির্দেশক জাহাঙ্গীর আলম ঢালী, অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি মো. আরিফ মোড়ল। আনমনা প্রাঙ্গণের সহসভাপতি তবলাশিল্পী গোবিন্দ চন্দ্র মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, কোষাধ্যক্ষ মিনহাজুল ইসলাম, আনমনা প্রাঙ্গণের কার্যনির্বাহী পরিষদের সদস্য নাট্যশিল্পী শেখ কানন ইয়াসিন।
এছাড়াও উপস্থিত ছিলেন, আনমনা প্রাঙ্গণের উপদেষ্টা ব্যবসায়ী ফারুকুল ইসলাম, অ্যাডভোকেট মনির হোসেন, সংগীতশিল্পী অ্যাডভোকেট কামরুল হাসান রাজুসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।