১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৪:৫৪
‘মাদক সমাজের নিকৃষ্ট ক্ষত’-এসপি
খবরটি শেয়ার করুন:

মৃুুন্সিগঞ্জ, ৩১ মে, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের মিরকাদিমে মাদক ও ইভটিজিং বিরোধী সমাবেশ ও ট্রাফিক আইন ও সড়ক ব্যবহারে সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সকালে মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে এই সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশে মুন্সিগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন বলেন, মাদক সমাজের নিকৃষ্ট ক্ষত, কালো ও ভয়াল থাবা। একজন মাদকাসক্ত ব্যক্তি শুধু তার নিজ পরিবার নয়, সমাজ ও রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে।

ফেইসবুক-ইউটিউবের আসক্তিও মাদকের মতই। এখান থেকে বেরিয়ে আসতে এবং সাইবার দুনিয়ার প্রতারণার ফাঁদ এর ব্যাপারেও তরুণ শিক্ষার্থীদের সতর্ক করেন পুলিশ সুপার।

ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানান তিনি।

মুন্সিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ ড. সুশীল কুমার পালের সভাপতিত্বে সমাবেশ ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ এর মুন্সিগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক মো. তৌহিদুল ইসলাম তুষার।

error: দুঃখিত!