সানিয়াৎ আব্দুল্লাহঃ আজ শুক্রবার বিকলে মুন্সিগঞ্জের পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুরে পুরাতন ফেরিঘাট চত্বরে কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা বিষয়ক সভায প্রধান অতিথি পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার বলেন মাদক নিয়ন্ত্রণে সবাইকে এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসায়ীদের সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। পুলিশ সুপার আরও বলেন , বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।
পঞ্চসার ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আলমগীর খানের সভাপতিত্বে সভায় আলোচনায় অংশ গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম,সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ইমদাদ হোসেন, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) কামরুল হোসেন, সদর থানার ওসি মো. ইউনুস খান,পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, সরকারী হরগঙ্গা কলেজের প্রাক্তণ অধ্যক্ষ প্রবীর কুমার গাঙ্গুলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি এম এ কাদের, সাধারণ সম্পাদক তানভীর হাসান, কমিউনিটি পুলিশিং ফোরামের পঞ্চসার ইউনিয়নের সাধারণ সসম্পাদক আক্তার হোসেন প্রমুখ।