১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ৮:৩০
মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৭ জানুয়ারি, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় রাকিব (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার রাত ৮টার দিকে উপজেলার দোগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব লৌহজং উপজেলার কুমারভোগ এলাকার দীন ইসলামের ছেলে।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাসাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক গোলম মোস্তফা জানান, মাওয়া থেকে ঢাকাগামী মোটরসাইকেলটি দোগাছি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিং-এর সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলে আরেকজন আরোহী ছিল, তবে সে গুরুতর আঘাত পায়নি। খবর পেয়ে মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

error: দুঃখিত!