২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | বিকাল ৩:০৮
মাওয়ায় সেহরি খেতে যাওয়া হলোনা পুলিশ কনস্টেবলের
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ এপ্রিল, ২০২২, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার আব্দুল্লাহপুর ব্রীজে মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-৫২-১৫৪৮) দুর্ঘটনায় জাহিদুল ইসলাম রনি (২৭) নামে একজন পুলিশ কন্সটেবল নিহত হয়েছে।

গত রোববার দিনগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

ঢাকা জেলার সাভার উপজেলার সার্কেল পুলিশ কর্মকর্তার দেহরক্ষী হিসাবে ছিলেন রনি। সে নরসিংদী জেলার রায়পুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের হাসাড়া হাইওয়ে পুলিশের সহকারি উপ-পরিদর্শক মো. হুমায়ুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে মোটরসাইকেল নিয়ে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট ইলিশ খেতে যাচ্ছিলেন পুলিশ কন্সটেবল রনি। পথিমধ্যে দক্ষিণ কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের আব্দুল্লাহপুর ব্রিজে অবস্থানকালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে।

এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।