৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ১২:২৫
মাওয়া ঘাটের রেষ্টুরেন্টসহ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৮ মে ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজংয়ে শিমুলিয়া ঘাট (মাওয়া ঘাট) এলাকায় পদ্মা নদী তীর সংলগ্ন এলাকায় গড়ে উঠা রেষ্টুরেন্টসহ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ।

আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই অভিযান চলে। এসময় ৫১টি অবৈধ স্থাপনা সরিয়ে সাত একর জমি দখলমুক্ত করা হয়।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক গোলাম মোস্তফা এসব তথ্য জানান।

তিনি জানান, শিমুলিয়া ঘাট এলাকায় বিআইডব্লিউটিএর জমি দখল করে বেশ কিছু রেষ্টুরেন্ট-দোকান গড়ে উঠেছিলো। ইতিমধ্যে তাদের দুইবার নোটিশ দিয়ে সরে যেতে অনুরোধ করা হয়েছে। মাইকিং ও করা হয়েছে। তাও তারা শোনেনি। তাই সোমবার বাধ্য হয়ে মাটি কাটার যন্ত্র এনে ৫১টি স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে।

অভিযান পরিচালনা করেন, বিআইডব্লিউটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।

error: দুঃখিত!