মুন্সিগঞ্জ, ৫ ফেব্রুয়ারি ২০২৪, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
জাতীয় সংসদের ১৪টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং দুটি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে।
সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুসারে সংসদ নেতার অনুমতিক্রমে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুন্সিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি।
এছাড়া মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে।