৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ৯:২৩
Search
Close this search box.
Search
Close this search box.
মর্যাদা দিতে না পারলে ব্যানারে মহিউদ্দিন সাহেবের নাম দিবেন না- পুলিশকে মেয়র বিপ্লব
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৯ অক্টোবর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

‘যোগ্য মর্যাদা দিতে না পারলে ব্যানারে মহিউদ্দিন সাহেবের নাম দিবেন না’-কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অনুষ্ঠানের আয়োজক জেলা পুলিশকে উদ্দেশ্য করে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি মো. মহিউদ্দিনকে নিয়ে এ মন্তব্য করেছেন মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব।

আজ শনিবার দুপুরে জেলা পুলিশ লাইনসে জেলা পুলিশ আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ফয়সাল বিপ্লব বলেন, ‘আমাদের এসপি মহোদয় নতুন, পুরোনো সবাই তো আছেন, সবাই জানেন। তাকে অবগত করা উচিৎ ছিলো। নোটিশটা আমি আসলে না করে পারলামনা। যদিও বারবার ওসি সাহেবকে জানিয়েছি। কিন্তু এসপি সাহেব এখানে শতশত মানুষ সবার এই বিষয়টা অবগত হওয়া উচিৎ। মনে রাখবেন, সৃষ্ট্রি কখনো স্রষ্ট্রার চেয়ে বড় হতে পারে না।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস। মূখ্য আলোচক হিসেবে ব্যনারে নাম থাকলেও অনুষ্ঠানে অংশ নেননি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি মো. মহিউদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন।

error: দুঃখিত!