১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | দুপুর ১২:২৩
Search
Close this search box.
Search
Close this search box.
মনোনয়ন কিনেও ‘অস্বীকার’, গণভবনে দেখা গেল গজারিয়ার জিন্নাহকে
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৬ নভেম্বর ২০২৩, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ খান জিন্নাহ।

এ বিষয়ে দফায় দফায় যোগাযোগ করা হলেও গণমাধ্যমের কাছে ‘অস্বীকার’ করেন জিন্নাহ। কিন্তু আজ রোববার সকাল দশটার দিকে গণভবনে দেখা গেছে জিন্নাহকে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দাওয়াতে সারাদেশের ৩ হাজার ৩৬২ জন মনোনয়নপ্রত্যাশীর সাথে গণভবনে প্রবেশ করেছেন তিনি।

সেখানে উপস্থিত একটি সূত্র জিন্নাহর ছবি সরবরাহ করেছে আমার বিক্রমপুরকে। ছবিতে দেখা গেছে, গণভবনের ভেতরে মনোনয়নপ্রত্যাশীদের জন্য নির্ধারিত প্যান্ডেলে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলামের সাথে দাড়িয়ে আছেন জিন্নাহ।

গেল বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়া ইমামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে হেরে যান মনসুর আহমেদ খান জিন্নাহ। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি।

বিকাল ৪টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করবে আওয়ামী লীগ।

error: দুঃখিত!