১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সন্ধ্যা ৭:০২
Search
Close this search box.
Search
Close this search box.
মনিরুজ্জামান শরিফের উপর হামলার প্রতিবাদে সাংস্কৃতিক জোটের মানববন্ধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৭ এপ্রিল ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মিরকাদিম পৌর আওয়ামী লীগের উপদেষ্টা, সাবেক ছাত্রলীগ নেতা ও সম্মিলিত সাংস্কৃতিক জোট মুন্সিগঞ্জের সহ সভাপতি মনিরুজ্জামান শরিফের (৫৭) উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট মুন্সিগঞ্জ।

শুক্রবার বিকাল ৪টা’র দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে শতাধিক সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশ নেন। এছাড়াও কর্মসূচিতে অংশ নেয়- বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, নবোদয় সাহিত্য সাংস্কৃতিক পরিষদ, শেখ আমানুল্লাহ আমান স্মৃতি সংসদ পাঠাগার, ভুবন গড়া যুব কল্যাণ কেন্দ্র, নাগরিক সমন্বয় পরিষদ মুন্সিগঞ্জ, মানব সেবা রক্তদান সংস্থা ও ব্লাড ফর হিউমিনিটি।

মানববন্ধনকারীরা অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দিতার জের ধরে স্থানীয় একটি পক্ষ হত্যার উদ্দেশ্যে মনিরুজ্জামান শরিফের উপর হামলা করেছে। তাদের দাবি, হামলাকারীরা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। এসময় হামলায় ইন্ধনদাতা ও মদদদাতাদের খুঁজে বের করে মুখোশ উন্মোচনের দাবি করেন তারা।

সম্মিলিত সাংস্কৃতিক জোট মুন্সিগঞ্জের সভাপতি সুজন হায়দার জনির সভাপতিত্বে কর্মসূচি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকির।

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধিসহ জেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!