১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সন্ধ্যা ৬:৫২
Search
Close this search box.
Search
Close this search box.
ভোলার ঘটনায় ‘দৃষ্টান্তমূলক শাস্তি’র দাবিতে মুন্সিগঞ্জে ইসলামি আন্দোলনের বিক্ষোভ মিছিল
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ২৫ অক্টোবর, ২০১৯, শহর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ভোলার বোরহানউদ্দিনে হিন্দু তরুণের ফেইসবুক আইডি হ্যাক করে ‘অবমাননাকর’ বক্তব্য ছড়ানোর পর সংঘর্ষে হতাহতের ঘটনায় শুক্রবার (২৫ অক্টোবর) বাদ জুম্মা মুন্সিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

সেখানে আলোচনা সভা ও বিক্ষোভ করেন শত শত মুসল্লি ও ইসলামি আন্দোলনের কর্মী-সমর্থকরা।

বাংলাদেশ ইসলামী আন্দোলনের মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা সোহরাব হোসাইন খারুকীর সভাপতিত্বে ও জেলা ইসলামী আন্দোলনের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ মোহাম্মাদ কবির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন ব্যাপারী, সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মাদ শাহাদাত হোসাইন।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হাজী সিরাজুল ইসলাম, জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি গাজী রফিকুল ইসলাম বাদল, জেলা ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারন সম্পাদক মুফতি সানাউল্লা কাসেমী, জেলা ইশা ছাত্র আন্দোলনের সভাপতি হামীদুর রহমান।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!