১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৯:০১
ভোর রাতে মুক্তারপুর বিসিক এলাকায় আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৮ ফেব্রুয়ারি, ২০২১, জাফর মিয়া (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের পঞ্চসার এলাকায় বিসিক শিল্পনগরীতে অগ্নিকান্ডে “হেনা ফিসিং নেট” নামে একটি জালের কারখানা পুড়ে গেছে।

আজ রোববার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় কোন হতাহত না হলেও ক্ষতিগ্রস্থ কারখানার মালামাল ও যন্ত্রাংশ সহ আনুমানিক ৬০কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করেছে মালিকপক্ষ।

এদিকে আগুন নিভানোর কার্যক্রমে এসে আবু ইউসুফ নামের এক ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শিরা জানান, ভোর রাতে হঠাৎ করে ওই কারখানায় আগুন লেগে যায়। সে সময় ভিতরে শ্রমিকরা কর্মরত ছিলো। আগুন লাগার সাথে সাথে শ্রমিকরা বের হতে সক্ষম হওয়ায় কোন হতাহত হয়নি।

কারখানাটির ম্যানেজার চান মিয়া বলেন, কিভাবে আগুন লাগলো তা বুঝতে পারিনি। আগুনে কারখানাটির মেশিন ও জাল তৈরির কাচামালসহ ৬০ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবু বক্কর জামাল জানান, আগুনের খবর পেয়ে ৪টা ৪০মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছায়। তবে এরমধ্যেই আগুন ছড়িয়ে পড়ায় ভয়াবহতা বিবেচনা করে আরো ২টি ইউনিট যুক্ত করা হয়। ৪টি ইউনিটের প্রচেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।

error: দুঃখিত!