১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৮:৫১
Search
Close this search box.
Search
Close this search box.
টংগিবাড়ী উপজেলা চেয়ারম্যান ভুতু হালদারের জানাজা ও দাফন সম্পন্ন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৮ অক্টোবর, ২০২২, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক আওয়ামী লীগ নেতা জগলুল হালদার ভুতু’র জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৯ টা’র দিকে টংগিবাড়ী উপজেলার দিঘিরপাড় হাইস্কুল মাঠে ১ম জানাজা ও সকাল ১০ টায় উপজেলার সোনারং সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ২য় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলি জানান। জানাজার আগে তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা তার বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন।

এসময় মুন্সিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, ২০০১ এর পরে বিএনপি’র অবর্ণনীয় অত্যাচার নির্যাতনের সময় কর্মীদের পাশে রাখার সুন্দর ভূমিকা ছিলো ভুতু হালদারের। এ ছাড়াও দলমত নির্বিশেষে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির সকল নেতাকর্মীর পাশেই তিনি ছিলেন। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস বলেন, জননেতা ভুতু ভাই মানুষের প্রতি অনেক দরদী ছিলেন। তার মৃত্যুতে এই এলাকায় বিরাট নেতৃত্বের শূন্যতা সৃষ্টি হয়েছে যা সহজে পূরণ হওয়ার নয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বলেন, আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা-সহকর্মী তাকে আমি হারালাম। আমি আমার একটা হাত হারালাম। টংগিবাড়ীবাসীও তাদের একজন অভিভাবক হারালো।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন, মাহবুব উদ্দিন বীর বিক্রম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাফিজ আল আসাদ বারেক, সাধারণ সম্পাদক আহসান কবির হালদার, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজি ওয়াহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাহিদ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিফাত, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সিকদার, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, ডা: আবু ইউসুফ ফকির সহ জেলা-উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

জানাজা শেষে দুপুর দেড়টায় বেশনাল সামাজিক কবরস্থানে ভুতু হালদারের মরদেহ দাফন করা হয়।

error: দুঃখিত!