৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ১২:৫৯
‘ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন’ উপলক্ষে মুন্সিগঞ্জে সাংবাদিক ওরিয়েন্টেশন
খবরটি শেয়ার করুন:

আগামী ১৪ নভেম্বর জাতীয় ভিটামিন ”এ” প্লাস ক্যাম্পেইন পালন করা হবে।

এ উপলক্ষে রোববার বেলা ১১দিকে সিভিল সার্জন অফিস আয়োজিত মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক ওরিয়েন্টেশন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৪ নভেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শিশুদের ভিটামিন ”এ” প্লাস খাওয়ানো হবে। ছয় থেকে এগারো মাস বয়সী নীল রং ভিটামিন ”এ” ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ”এ” খাওয়ানো হবে।

অনুষ্ঠানে সিভিল সার্জন ডা: মো: শহীদুল ইসলাম ভিটামিন ”এ” প্লাস ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সাধারণ সম্পাদক কাজী সাব্বির আহম্মেদ দিপু, সাবেক সভাপতি মো. সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, মাইটিভির জেলা প্রতিনিধি শেখ মো: রতন, মানবকন্ঠের জেলা প্রতিনিধি সেতু ইসলাম, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি লাবলু মোল্লা, আমাদের অর্থনীতি জেলা প্রতিনিধি নাদিম মাহমুদ, ভোরের ডাক জেলা প্রতিনিধি জুয়েল রানা প্রমুখ।

error: দুঃখিত!